Kalachan Lyrics (কালাচাঁন) -Tosiba Begum & FA Pritom

Anonymous

Song Credits

Song : Kalachan

Singer  : Tosiba Begum & FA Pritom (rap) 

Lyric  : Salahuddin Shagar

Music & Mixing : Tune House

Composer  : FA Pritom


  • বাংলা গানের লিরিক্স "কালাচান"

আদর কইরা ডাকব জান

কাছে একটু আইয়া যান

মনের কথা হই না জান

কী জাদুতে মারছেন আমায় বাণ


আদর কইরা ডাকব জান

কাছে একটু আইয়া যান

মনের কথা হই না জান

কী জাদুতে মারছেন আমায় বাণ


কী জাদুতে মারছেন আমায় বাণ

হাতটা ধরেন না

ভাব নিয়েন না

কেন চোখের ভাষা

বুঝেন না


জ্বালা দিয়েন না

দূরে যায়েন না

মইরা গেলে আমায় খুঁজে

পাইবেন না


ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান


ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

কালাচান, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান


আগাগোড়া মেকাপ কইরা দেখাও তুমি ঢং

তোমার পান তুমি খাও, ঠোঁটে লাগাও রং


এই তুমি অনেক ক্রেজি

তোমার নাটক বুঝি

আয় তি তি তিতি কইরা

ময়না পাখি খুঁজি


মন আমার বোকাসোকা

পোলা বোকা না

আমি শুধু খাইছেন কি

বাবু খোঁকা না


তোমার মনের ব্যাপার স্যাপার

কাটলো প্রেমের খাল

শাড়ি পইরা টিপ মাইরা

ঠোঁট করি লাল লাল


ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান


ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান


ডুব না দিলে প্রেমের জলে

জীবন যাবে হায় বিফলে

আইসো আমার মনমহলে

ভাসাইব আদরের সম্পদ

খাইয়া যাও না রসের ভরা পান


ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান


ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!