Hai Re Amar Chandramukhi Re Lyrics (হায় রে আমার চন্দ্রমুখী রে ) - Manoj Das & Konika Karmakar

Anonymous

Song Credit

Title : Hai Re Amar Chandramukhi Re

Singar : Manoj Das & Konika Karmakar

Music & Lyrics : Manoj Das

Lyrics Editor : Jaydeb Sarkar

Copyright  : Adhilyrics™

Warning Copyright : Don't Lyrics use another website ,

  • বাংলা গানের লিরিক্স "হায় রে আমার চন্দ্রমুখী রে"

হায় তোর কাজল রাঙ্গা চোখে
দিবানা করে দিল
তোর মুচকু মুচকু হাশি
আমার মনটা কারে নিল

হায় তোর বিউটি যে হরা দিলে বসে গেল
তোর খপা বাঁধা চুল আমাকে টানে নিল

প্রথম দেখে তোর হোয়া ইচ্ছা মনে জাগলো
তোর বুকের মতন মনটা তোর দিক তানাইলো
তোর দিক তানাইলো (২)

হায় রে আমার চন্দ্রমুখী রে
তোর বাঁকা নজর নজর লাগাই দিল (২)

তুই আমার রাজা, আমি তোর রানী
তবে নিয়ে যাবি হামকে বানাই সজনী

হায় রে মোর স্বরমিলি
এই দিল দিয়ে দিলি রাখিবো
চোখের পলকে, তোর লগে দিলদিবানা
থাকতে না পারব আমি তোর বিনা
তুই আসার আগে বেসাহারা ছিল
তোর ছোঁয়া তে এই মন সুখের ঠিকানা পাইলো

হায় রে আমার চন্দ্রমুখী রে
তোর বাঁকা নজর নজর লাগাই দিল (২)

তোর ভরসা করে, যাইতে সাজেছি
তোর পায়ের পদলায় চলতে রাজী (২)

হায় রে মোর পাগলি
তোকে ভাবি খালি, ছারিবো
এই দুনিয়া, তোর লাগে কুরবান জামানা
মানব না কুনো বাধা

এই অন্ধকার জীবন তুই সুখের আলো
দিলি কথা সারাজীবন বাসবো ভালো
বাসবো ভালো

হায় রে আমার চন্দ্রমুখী রে
তোর বাঁকা নজর নজর লাগাই দিল (২)

হায় তোর কাজল রাঙ্গা চোখে
দিবানা করে দিল
তোর মুচকু মুচকু হাশি
আমার মনটা কারে লিল

হায় তোর বিউটি যে হরা দিলে বসে গেল
তোর খপা বাঁধা চুল আমাকে টানে লিল

প্রথম দেখে তোর হোয়া ইচ্ছা মনে জাগলো
তোর বুকের মতন মনটা তোর দিক তানাইলো
তোর দিক তানাইলো (২)

হায় রে আমার চন্দ্রমুখী রে
তোর বাঁকা নজর নজর লাগাই দিল (২)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!