দারিয়ে আছো তুমি আমার লিরিক্স - Rabindranath Tagore

Anonymous
Song Credit
Title : Dariye Aacho Tumi Amar
Singer : Suvamita
Composer : Rabindranath Tagore 


  • বাংলা গানের লিরিক্স "দাঁড়িয়ে আছো তুমি আমার"

  • দাঁড়িয়ে আছো তুমি আমার

    গানের ওপারে
    আমার সুরগুলি পায় চরণ
    আমি পাই নে তোমারে

    দাঁড়িয়ে আছো তুমি আমার
    গানের ওপারে
    বাতাস বহে মরি মরি
    আর বেঁধে রেখো না তরী (x2)

    এসো এসো পার হয়ে মোর
    হৃদয়-মাঝারে
    দাঁড়িয়ে আছো তুমি আমার
    গানের ওপারে

    তোমার সাথে গানের খেলা
    দূরের খেলা যে
    বেদনাতে বাঁশি বাজায়
    সকল বেলা যে

    কবে নিয়ে আমার বাঁশি
    বাজাবে গো আপনি আসি
    কবে নিয়ে আমার বাঁশি
    বাজাবে গো আপনি আসি

    আনন্দময় নীরব রাতের
    নিবিড় আঁধারে
    দাঁড়িয়ে আছ তুমি আমার
    গানের ওপারে

    আমার সুরগুলি পায় চরণ
    আমি পাই নে তোমারে
    দাঁড়িয়ে আছ তুমি আমার
    গানের ওপারে

    #buttons=(Ok, Go it!) #days=(20)

    Our website uses cookies to enhance your experience. Check Now
    Ok, Go it!