Ekla Akash Lyrics (একলা আকাশ) - Shreya Ghoshal | Lyrics in Bengali

Anonymous

Song Credit

Film: Ekla Akash
Starring : Parambrata Chatterjee, Parno Mitra, Goutam Ghosh and others.
Producer: Mangalam Group.
Director: Sandipan Roy.
Music: Jeet Ganguly
Singers: Shreya Ghoshal.
Lyricist: Sandipan Roy.


  • বাংলা গানের লিরিক্স

আমার একলা আকাশ


থমকে গেছে


রাতের স্রোতে ভেসে


শুধু তোমায় ভালবেসে

আমার দিনগুলো


সব রঙ চিনেছে


তোমার কাছে এসে


শুধু তোমায় ভালবেসে

তুমি চোখ মেললেই


ফুল ফুটেছে


আমার ছাদে এসে


ভোরের শিশির

ঠোট ছুঁয়ে যায়


তোমায় ভালবেসে


আমার একলা আকাশ থমকে গেছে


রাতের স্রোতে ভেসে

শুধু তোমায় ভালবেসে


আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন


আমি চাইতাম, পেতে চাইতাম


শুধু তোমার টেলিফোন

ঘর ভরা দুপুর


আমার একলা থাকার সুর


রোদ গাইতো, আমি ভাবতাম


তুমি কোথায় কতদূর

আমার বেসুরে গীটার সুর বেঁধেছে,


তোমার কাছে এসে


শুধু তোমায় ভালবেসে


আমার একলা আকাশ চাঁদ চিনেছে

তোমার হাসি হেসে


শুধু তোমায় ভালবেসে


অলস মেঘলা মন


আমার আবছা ঘরের কোণ

চেয়ে রইতো, ছুঁতে চাইতো


তুমি আসবে আর কখন


শ্রান্ত ঘুঘুর ডাক


ধূলো মাখা বইয়ের তাক

যেনো বলছে, বলে চলছে


থাক অপেক্ষাতেই থাক


আমার একলা আকাশ থমকে গেছে


রাতের স্রোতে ভেসে

শুধু তোমায় ভালবেসে


আমার দিনগুলো সব রঙ চিনেছে


তোমার কাছে এসে


শুধু তোমায় ভালবেসে



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!