Song : Bandobi Lalita
Singer : Kajol Monir
- বাংলা গানের লিরিক্স "বান্ধবী ললিতা"
নীরব হইয়া কাঁদিস বইয়া
ঝুলাইয়া মাথা গো, বান্ধবী ললিতা
তোর কুন কুন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা তোর কুন কুন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা ?
নীরব হইয়া কাঁদিস বইয়া
ঝুলাইয়া মাথা গো, বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা ?
কি কইতাম গো প্রাণ সখি কি কইতাম তোর কথা বিষ্ণুপ্রিয়া নিমাই সুখে তোর মতই তিতা, কি কইতাম গো প্রাণ সখি কি কইতাম তোর কথা বিষ্ণুপ্রিয়া নিমাই সুখে তোর মতই তিতা,
তারে বন্ধু নামে ডাকাই বৃথা,
বন্ধু নামে ডাকাই বৃথা বুঝলে সবার মিতা গো বান্ধবী ললিতা,
তোর কুন কুন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা৷ তোর কুন কুন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা ?
তোর আপনজন কে বাইরে রেখে করলে কৃষ্ণ পূজা
ঘরের ভিতর মহারথী দিলে তারে সাজা,
আপনজন কে বাইরে রেখে করলে কৃষ্ণ পূজা
ঘরের ভিতর মহারথী দিলে তারে সাজা,
তুই কেমনে হইলে পরের প্রজা
কেমনে হইলে পরের প্রজা
তোর সুতোয় সে গাঁথা গো, বান্ধবী ললিতা
তোর কুন কুন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা তোর কুন কুন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা ? থাকত যদি লাবুর সাধ্য এনে দিত ধরে থাকত যদি লাবুর সাধ্য এনে দিত ধরে
তারে নিয়া থাকতে সুখে আদরে উদরে,
তারে নিয়া সুখে থাকতে আদরে উদরে রে,
এমন জায়গায় রাখছে তরে বানাইয়া চিরতা গো,
বান্ধবী ললিতা,
এমন জায়গায় রাখছে তরে বানাইয়া চিরতা গো,
বান্ধবী ললিতা,
তোর কুন কুন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা
তোর কুন কুন জায়গায় ব্যাথা গো বান্ধবী ললিতা ?