Jodi Kagoje Lekho Naam Lyrics (যদি কাগজে লেখো নাম) - Manna Dey

Anonymous

Song Credit

Song : Jodi Kagoje Lekho Naam

Album : Sur Jetha Chiradin Rabe

Artist : Manna Dey 

Music Director : Nachiketa Ghosh

Lyricist : Gauriprasanna Mazumder


  • বাংলা গানের লিরিক্স

যদি কাগজে লেখো নাম
কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম
পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে..


হৃদয় আছে যার
সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই
জীবনে প্রেম আসে..
কেউ কি ভেবেছিল
শ্যাম কে ভালোবেসে
রাধার ভালোবাসা
কাহিনী হয়ে যাবে..
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে...


গভীর হয় গো
যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে
থাকে না কোনো ভাষা..
চোখেরও আড়ালে
মাটির নিচে ওই
ফল্গুর কোনো ধারা
নীরবে বয়ে যাবে...
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!