Song Credit
Song : Jodi Kagoje Lekho Naam
Album : Sur Jetha Chiradin Rabe
Artist : Manna Dey
Music Director : Nachiketa Ghosh
Lyricist : Gauriprasanna Mazumder
- বাংলা গানের লিরিক্স
যদি কাগজে লেখো নাম
কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম
পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে..
হৃদয় আছে যার
সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই
জীবনে প্রেম আসে..
কেউ কি ভেবেছিল
শ্যাম কে ভালোবেসে
রাধার ভালোবাসা
কাহিনী হয়ে যাবে..
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে...
গভীর হয় গো
যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে
থাকে না কোনো ভাষা..
চোখেরও আড়ালে
মাটির নিচে ওই
ফল্গুর কোনো ধারা
নীরবে বয়ে যাবে...
হৃদয়ে লেখো নাম
সে নাম রয়ে যাবে...