Song Credit
Song : Deewana Tumi Bolo Amake
Album : Sonar Meye
Singer : Kumar Sanu
Lyrics : Pulak Bandopadhyay
Music : Arup - Pranay
- বাংলা গানের লিরিক্স
দীওয়ানা তুমি বলো আমাকে
পরওয়ানা লোকে বলে আমাকে
কি করি
আমি যে
বলো না বলো না
জানে জিগর
দিল হ্যায় কি মানতা নহি
প্রেমে তে নয়
ফুল অর কাঁটে সহি..
দিল কা কয়া কসুর
দিল হ্যায় বেকসুর
দীওয়ানা....
ভালোবেসে
দোষ আমি করেছি কি
অকালে তাই
এই ভাবে মরেছি কি..
আশিকী করেছি
সাজন হতে চেয়েছি
দীওয়ানা....