Borsha Lyrics (বরষা) - Tanzir Tuhin | Lyrics in Bengali

Anonymous

Song Credit

Song : Borsha

Album : Ichche Ghuri

Vocal : Tanzir Tuhin

Lyrics : Farhan Karim & Tanzir Tuhin

Tunes : Tushar & Farhan Karim

Composition : Shironamhin

Sarod & Vocal : Farhan Karim

Label : G Series


  • Borsha Song Lyrics In Bengali qa


বরষা মানেনা, ঝরছে জলধারা,

বরষা মানেনা, ঝরছে জলধারা,

জানিনা, জানিনা, কাটবে কি ঘনঘটা।

অনুনয় মানেনা, অবারিত মনকথা,

অনুনয় মানেনা, অবারিত মনকথা,

জানিনা, জানিনা, থামবে কি ঘনঘটা।


নির্ঝর গগনে, অপলক চেয়ে রই

বিস্মৃত কবিতা, আনকা পবনে,

মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন

বলে যায় তোমায় অনব ভালবাসি। 


দিপীকা সায়রে অনিমেষ চেয়ে রই

মিথিলা বরষা, অলোক দহনে,

মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন

বলে যায় তোমায় অনব ভালবাসি। 


বরষা মানেনা, ঝরছে জলধারা,

বরষা মানে না, ঝরছে জলধারা,

জানিনা, জানিনা, কাটবে কি ঘনঘটা।

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!