Balite Tomar Naam Likhe Debo Lyrics (বালিতে তোমার নাম লিখে দেবো) - Bappi Lahiri

Anonymous

Song Credit

Title  : Balite Tomar Naam Likhe Debo

Singer : Bappi Lahiri, Alka Yagnik

Lyrics Editor : Jaydeb Sarkar


  • বাংলা গানের লিরিক্স

বালিতে তোমার নাম লিখে দেবো
জলে ধুয়ে যাবে
জলে ধুয়ে যাবে
ফুলেতে তোমার নাম লিখে দেবো
রোদে জ্বলে যাবে
রোদে জ্বলে যাবে
হৃদয়ে তোমার নাম লিখে দেবো
বদনাম হয়ে যাবে
বদনাম হয়ে যাবে...

হোক বদনাম তবু
তোমার কাছেই আমি আসবো
যত টা বেসেছি ভালো
তার চেয়ে বেসি ভালোবাসবো..
লাভ টা আর কি হবে
লোকেরা সবাই যে
চোখ রাঙাবে
চোখ রাঙাবে...

কাজ নেই ভালোবেসে
আমরা চেনা হয়ে থাকবো
মাঝে মাঝে শেষ রাতে
স্বপ্নে তোমায় কাছে ডাকবো..
লাভ টা আর কি হবে
সূর্য উঠে এসে
ঘুম ভাঙাবে
ঘুম ভাঙাবে...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!