Song Credit
Title : Aaj Ei Din Ta Ke
Singer : Kishor Kumar
Lyrics Editor : Jaydeb Sarkar
- বাংলা গানের লিরিক্স
আজ এই দিন টা কে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো..
হাওয়ার গল্প আর
পাখিদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন
শুধু আঁকো...
এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসাবাসি
শুধু গান আর হাঁসাহাঁসি...
রঙের বর্ষা ওই
নেমেছে যে দেখো ফুলে ফুলে..
দুটি হাত তুলে
আমাকে আরো
কাছে ডাকো....