ভোলা মন আমার (Vola Mon Amar Lyrics) - Stayaban Das | Lyrics in Bengali

Anonymous

Song Credit
Title : Vola Mon Amar
Artist : Stayaban Das
Lyrics : Porvat
Lyrics Editor : Jaydeb Sarkar


  • বাংলা গানের লিরিক্স "ভোলা মন আমার"


ভোলা মন ওরে ও
ও ভাই আত তত না জানিলে
বাবাজীর পাগরি বাধা হবে সার
বাবাজীর বাউল সাজা হবে সার
এই বাউল গানের তত বুঝা ভার (৪)
একের নিমন্ত্রনের হয় তিনজনের গমন
ছয় টি চরন আর নয়টি নয়ন (২)
ও সে নারী রূপ ধরিল কখন
ভোলা মন, ভোলা মন
ও সে নারী রূপ ধরিল কখন
বল কিংবা পরিচয় তাহার
এই বাউল গানের তত বুঝা ভার (৪)
জনক রাজা করেছিল ধনুক ভাঙ্গা পন
আর সেই ধনুক কথাই ছিল, কে বা পেল
কেমন করে রাজার কাছে করিল গমন ।
সেটা কোন ঝারের বসের ধনুক
সেই বাসের কে কে পেলো অধিকার
এই বাউল গানের তত বুঝা ভার (৪)
প্রভাত বাউল ভেবে বলে
দেখো সাধনার বলে,
এক ঘরতে বাস কর বাঘ বলদে ।
সদ গুরুর কৃপা না হলে ।
ভোলা মন, ভোলা মন আমার
সদ গুরুর কৃপা না হইলে
রে বৃথায় মানব জনম তার
ভাইরে ভাই বৃথায় মানব জনম তার
ওরে আত তত না জানিলে
বাবাজীর পাগরি বাধা হবে সার
বাবাজীর বাউল সাজা হবে সার
এই বাউল গানের তত বুঝা ভার (৪)

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!