ওই বাগানের পঁচা ফল (Ei Baganer Pochafal Lyrics) - Pipasha Biswas | Lyrics in Bengali

Anonymous

Song Credit

Title : Ei Baganer Pochafal
Album : Jatar Meye
Singer : Pipasha Biswas
Lyrics Editor : Jaydeb Sarkar
Copyright : Adhilyrics™

  • বাংলা গানের লিরিক্স " ওই বাগানের পঁচা ফল"

ওই বাগানের পঁচা ফল,
খেয়ে করলি রসাতল (২)
তুই দিন দিন হলি দুর্বল (২)
দেখলি না ভাবিয়া
কি ফল খাইলি এই বাগনে গিয়া
মন পাপিয়া কি ফল খাইলি ঐ বাগানে গিয়া
ওই বাগানের পঁচা ফল,
খেয়ে করলি রসাতল (২)
তুই দিন দিন হলি দুর্বল (২)
দেখলি না ভাবিয়া
কি ফল খাইলি এই বাগনে গিয়া
মন পাপিয়া কি ফল খাইলি ঐ বাগানে গিয়া

রসে ভরা বেদানা তাও তো মন খেলিনা
আবার , দাসা দাসা পেয়ারা দেখে ,
দাসা দাসা পেয়ারা দেখে ,গিয়াছো ভুলিয়া
কি ফল খাইলি এই বাগনে গিয়া
মন পাপিয়া কি ফল খাইলি ঐ বাগানে গিয়া

যদি খেতিস আঙ্গুর ফল দেহ করত টলমল ।
আবার কাবরাঙ্গা দেখিয়া পাখি,
কাবরাঙ্গা দেখিয়া পাখি,গিয়াছো ভুলিয়ারে কি ফল খাইলি ঐ বাগানে গিয়া
মন পাপিয়া, কি ফল খাইলি ঐ বাগানে গিয়া

সংস্থা দামে কাঁঠাল পেলি, যত খুশি তত খেলি
আবার মরলিরে তুই অবশেষে,
মরলিরে তুই অবশেষে, আঠাতে জরায়ারে কি ফল খাইলি ঐ বাগানে গিয়া

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!