Thikana Lekha Nei Lyrics (ঠিকানা লেখা নেই) - Arijit Singh | Lyrics in Bengali

Anonymous

Song Credit

Song : Thikana Lekha Nei

Singer : Arijit Singh


  • বাংলা গানের লিরিক্স "ঠিকানা লেখা নেই"

হয়তো ফিরে পাব


অন্য কোন রাতে


তোমায় আমি, আমায় তুমি


আগের মতোই ঠিক



খসলে তারা জেনো


বলছে আমার কথা


জমলে চোখে জলের কুঁচি


ঝাপসা চতুর্দিক



ঠিকানা লেখা নেই


কোন দেয়ালেই


ঠিকানা লেখা নেই


তবুও দেখা নেই



তবুও দেখা নেই, দেখা নেই...



তোমাকে মন খুঁজতে সারাক্ষণ


পথে পথে খেয়েছে হোঁচট


দেখো না এখন সবেতেই বারণ


হাওয়ারাও হয়েছে গুমোট

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!