- Song Credit
Lyrics and Music : Nakul Kumar Biswas.
Artist : Vasudev Rajvanshi
Lyrics : Label Adhilyrics ™
Edit : Jaydeb Sarkar
- বাংলা গানের লিরিক্স"স্বার্থ ছাড়া ভালবাসে শুধুই আমার মা"
স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব
কাছেও আসেনা,
বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালবাসেনা..
স্বার্থ ছাড়া ভালবাসে
শুধুই আমার মা...
কাঁদা আর খড়কুটা দিয়ে,
মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয়
মূর্তির কারিগরে.... মা আমার সুন্দর দেহ,
গড়ে দিয়েও মূল্য চাইলো না..............
স্বার্থ ছাড়া ভালবাসে
শুধুই আমার মা..2
কৌটার দুধ পাঁচ বছর খেলে
হিসেবটা পাকা,
প্রতি শিশুর পিছে খরচ
কয়েক লাখ টাকা...
মা আমায় বুকের সুধা,
পান করাইয়াও মূল্য চাইলো না.... ২
স্বার্থ ছাড়া ভালবাসে
শুধুই আমার মা..২
সাধকের জীবন কাটে,
তার মুক্তির সাধনায়,
মায়ের জীবন কাটে
ছেলের মঙ্গল কামনায়...
তাই নকুল বলে মা ছাড়া
আর অন্য কেহ না..2
স্বার্থ ছাড়া ভালবাসে
শুধু আমার মা...2
স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব
কাছেও আসেনা,
বিনা স্বার্থে দুনিয়ায়
কেউ ভালবাসেনা..
স্বার্থ ছাড়া ভালবাসে
শুধুই আমার মা..