Ore Nutan Juger Bhore Lyrics (ওরে, নূতন যুগের ভোরে) - Rabindranath Tagore | Arijit Singh

Anonymous


 Song Credit

Title : Ore Nutan Juger Bhore

Singer : Arijit Singh

Composer : Rabindranath Tagore


  • বাংলা গানের লিরিক্স "ওরে, নূতন যুগের ভোরে"

ওরে, নূতন যুগের ভোরে

দিস নে সময় কাটিয়ে বৃথা

সময় বিচার করে


কী রবে আর কী রবে না

কী হবে আর কী হবে না

ওরে হিসাবি

এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি?


ওরে, নূতন যুগের ভোরে

দিস নে সময় কাটিয়ে বৃথা

সময় বিচার করে


যেমন করে ঝর্না নামে

দুর্গম পর্বতে

নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড়

অজানিতের পথে


জাগবে ততই শক্তি যতই

হানবে তোরে মানা

অজানাকে বশ করে তুই

করবি আপন জানা


চলায় চলায় বাজবে জয়ের ভেরী

পায়ের বেগেই পথ কেটে যায়

করিস নে আর দেরি


ওরে, নূতন যুগের ভোরে

দিস নে সময় কাটিয়ে বৃথা

সময় বিচার করে


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!