Ore Manwa Re Lyrics (ওরে মনওয়া রে) - Arijit Singh | Lyrics in Bengali

Anonymous

Song Credit

Song: ORE MANWA RE

Movie: GAME - HE PLAYS TO WIN

Singer: ARIJIT SINGH, AKRITI KAKKAR

Music Director: JEET GANNGULI

Lyricist: PROSEN

Starcast: Jeet, Subhashree


  • বাংলা গানের লিরিক্স "ওরে মনওয়া রে"


ওরে মনওয়া রে

ওরে মনওয়া রে

ওরে মনওয়া রে

কেয়সা হে তু বাতা


ও মন

হারিয়ে বসে আছি দেখ

প্রথম বারেরই দেখায়

কত না হলো তোলপাড়


দু'চোখ

দেখেছে তোকে আজ যেই

হারিয়ে ফেলেছি খেই

আমিও আমার কথায়


খেয়ালী দিন

মায়াবী রাত

এক নিমেষে


তাকালি তুই

আমি হঠাৎ

অন্য দেশে


ওওও...


ও মন

হারিয়ে বসে আছি দেখ

প্রথম বারেরই দেখায়

কত না হলো তোলপাড়


ওরে মনওয়া রে

ওরে মনওয়া রে

ওরে মনওয়া রে

কেয়সা হে তু বাতা


কথা আসে চুপিচুপি

যদি ঠোঁটের পাতায়

আমি রাজি মেখে নিতে

সে আরাম সারা গায়


ওওও...


এসে গেল দিশেহারা

কিছু ইচ্ছে দেদার

জমে থাকা ঘটনারা

উঠে আসুক এবার


ও মন

হয়ে যা তুই আজ রাত

সাজাবো তারায় তারায়

নিজের হাতেই তোকে


ওরে মনওয়া রে

ওরে মনওয়া রে

ওরে মনওয়া রে

কেয়সা হে তু বাতা


তোকে কেন এত বাসি

আমি দারুণ ভালো

কানে কানে বলে গেলি

আমার মন পালালো


কী কারণে এত চাওয়া

কিছু পাওয়া হলে হোক

পড়ে আছে তুলে রাখা

কিছু কুড়োনো পালক


মরণ

বাড়াই যদি আজ হাত

চাইবো তোকেই হঠাৎ

মেশাতে শেষ চুমুকে


ওরে মনওয়া রে

ওরে মনওয়া রে

ওরে মনওয়া রে

কেয়সা হে তু বাতা

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!