Title : Mukto Kore Dao Song
Singer : Arijit Singh
Music : Arijit Singh
Lyrics : Arijit Singh
- বাংলা গানের লিরিক্স "মুক্ত করে দাও"
যা আমায় টানে
তারই আকর্ষণে যাচ্ছি সীমানায়
কী খুঁজছি জানিনা
ও ও...
বন্দী করে মন যে আমার
পোষ মানিয়েছে
তাই মনটা ভালো না
ও ও...
এখনই হেসেছি
এখনই নীরবে
কী শূণ্যতায় বলো
এই কত ভিড়ে
এই অগোচরে
কী শূণ্যতায় বলো
তুমি আপন করে আমায়
কাছে টেনে নাও
মুক্ত করে দাও
ওওও...
আমার অসহায় চেতনার
ঘুম ভাঙিয়ে দাও
মুক্ত করে দাও
ওওও...
ধুন তো না থাকায়
থাকা দায়
ছুটে ছুটে বেড়ায় আমি নেশায়
তোমার গান গেয়ে
প্রাণের গান গেয়ে গেয়ে
গোওওও ভিড়ে
কবের শূন্যতাও, অসম্পূর্ণতাও
কখনো তোমাকেই খুঁজে পাই
তবু হারিয়ে যাই ভালোবাসায়
তোমার মুখ চেয়ে চেয়ে
তোমার মুখ চেয়ে চেয়ে
গোওওও ভিড়ে
কবের শূন্যতাও, অসম্পূর্ণতাও
নিজে খুশি মতো
নিজেই অনুগত
কী শূণ্যতায় বলো
আজকে লেখা বই
কালকে মনে নেই
কী শূণ্যতায় বলো
তুমি আপন করে আমায়
কাছে টেনে নাও
মুক্ত করে দাও
ওওও...