Mon Majhi Re Lyrics (মন মাঝিরে) - Arijit Singh | Lyrics in Bengali

Anonymous

Song Credit

Song: Mon Majhi Re

Movie: Boss

Singer: Arijit Singh

Music: Jeet Gaanguli

Lyrics: Prosen

Cast: Jeet & Subhasree


  • বাংলা গানের লিরিক্স "মন মাঝিরে"

মনে মেঘ জমতে থাকে,

পড়ে যাই দুর্বিপাকে ।

চিন্তাতে তোর, কাটছে প্রহর

শান্তি নেই এ যন্ত্রণার ।

মন মাঝিরে, বলনা কোথায়

মন মাঝিরে, আয় ফিরে আয়

একা রাত

বাঁকা চাঁদ

লাগেনা ভালো রে আর

নেই রোদ

নেই রং

জানি নেই কিছুই করার

পড়ছে মনে মুখের আদল

ভাঙে বুক, ভাঙছে পাহাড়

মন মাঝিরে, বলনা কোথায়

মন মাঝিরে, আয় ফিরে আয় 

নিজেকেই মনে হয় বলে দিই

এসবই ভুল

ওওওওওও

জুড়ে যাক, পুড়ে যাক

আদরে ফোটানো ফুল

চিন্তাতে তোর, কাটছে প্রহর

শান্তি নেই এ যন্ত্রণার ।

মন মাঝিরে, বলনা কোথায়

মন মাঝিরে, আয় ফিরে আয়

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!