Mon Bojhe Na Lyrics (মন বোঝে না) - Arijit Singh | Lyrics in Bengali

Anonymous


Song Credit

Song : Mon Bojhe Na

Movie : Chirodini Tumi Je Amar

Singer : Arijit Singh

Music : Jeet Gaanguli

Lyrics : Prosen

Lyrics Label : Adhilyrics™


  • বাংলা গানের লিরিক্স "মন বোঝে না"


পড়ছে কেন বিনা মেঘেই বাজ

পদ্য লেখা আমার তো নয় কাজ

চাইছি দিনে অল্প দেখা তোর

পালটে দিতে আমার গল্পের মোড়

কিছুতেই উপায় মেলে না

মন বোঝে না..বোঝে না..বোঝে না

মন বোঝে না..বোঝে না


ইচ্ছে করে একটা ঘরে 


থাকবো দুজনায়

গড়বো ভিটে খুশির ইঁটে

সঙ্গী হবি আয়

কলের পাড়ে জলের ধারা

ঘরের পরে তুই

চারটে হাতে খেলনা পাতে

একজোড়া চড়ুই

সে ভাবনারা চোখ খোলে না

মন বোঝে না

বোঝে না..বোঝে না

মন বোঝে না..বোঝে না


রোজ বিকেলে আতর ঢেলে

তোকে সাজাবোই

মেলায় যাবো রিক্সা চড়ে

বসবি পাশে তুই

বন্দি আছে হাজার আশা

বুকের মাঝে দেখ

একটু চিনে নিলেই হবো

দুজন মিলে এক

তবু স্বপ্নেরা মুখ তোলে না

মন বোঝে না..বোঝে না..বোঝে না..

মন বোঝে না..বোঝে না..

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!