Song Credit
Song Name: Hoye Jetey Paari
Music: Arindom
Lyrics: Prasen
Singer: Arijit Singh
- বাংলা গানের লিরিক্স "হয়ে যেতে পারি"
হয়ে যেতে পারি
তোমার কথা এলে
নতুনের মতো যেন কেউ
হয়ে যেতে পারি
তোমার নীলে অকারণে
খেলে যাওয়া ঢেউ
হয়ে যেতে পারি
তোমার কথা এলে
সাথে সাথে আনমনা
হয়ে যেতে পারি
আকাশে নীল মেঘেদের আলপনা ।
তোমার চুলের গন্ধে মাতোয়ারা
রয়েছি সন্ধ্যে সকাল অজান্তে,
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার?!
তোমার হাসির সঙ্গে ছলকে পরা
ইশারা মেলালো তাল, অজান্তে-
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার?!
কখনো দেখেছো কি ভেবে তুমি?
কতটা এগিয়ে গেছি
আদরের কাছাকাছি
আমি তোমার সাথে...
কখনো শুনেছো কি কান পেতে
আমাদের নামে লেখা
গান গায় কত পাখি
আমার তোমার কাছে
তোমার চুলের গন্ধে মাতোয়ারা
রয়েছি সন্ধ্যে সকাল অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার?!
তোমার হাসির সঙ্গে ছলকে পরা
ইশারা মেলালো তাল অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার?!
জানি না, কত রাত পার করে
তোমাকে কুড়িয়ে পাবো
আদরের আশেপাশে
তোমায় নিজের মতো
বলে দাও...
মেঘে মেঘে বেলা হলে
মনে মনে কথা যত
লুকিয়েছো জেনে বুঝে
তুমি তোমার কাছে
তোমার চুলের গন্ধে মাতোয়ারা
রয়েছি সন্ধ্যে সকাল অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার?!
তোমার হাসির সঙ্গে ছলকে পরা
ইশারা মেলালো তাল অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার?