Ei Bhalo Ei Kharap Lyrics (এই ভালো এই খারাপ) - Arijit Singh & Monali Thakur | Lyrics in Bengali

Anonymous

Song Credit

Song : Ei Bhalo Ei Kharap

Music Director : Indraadip Dasgupta 

Singers : Arijit Singh and Monali Thakur

Lyricist : Prasen


  • বাংলা গানের লিরিক্স "এই ভালো এই খারাপ"


এই ভালো এই খারাপ

প্রেম মানে মিষ্টি পাপ

চলো মানে মানে দিয়ে ফেলি ডুব

তুমি আমি মিলে


দুজনেই মনটাকে

বেঁধে ফেলি সাতপাকে

চলো ছোটোখাটো করি ভুলচুক

তুমি আমি মিলে


সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ

রাজি আছি, আজকে বৃষ্টি নামুক

তুমি আমি ভিজবো দুজনে খুব

ভরসা দিলে


দেখোনা এই অকাল শ্রাবণ

নেমেছে আজ হাজার বারণ জেনে


আওয়াজ শুনে আমায় ডাকো

ঢাকো চাদর আমার কাছে টেনে


রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর

ভিজে গেছি বৃষ্টি নামার পর

তুমি আমি ঘর থেকেও যাযাবর

যাচ্ছি চলে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!