Song Credit
Song : Ei Bhalo Ei Kharap
Music Director : Indraadip Dasgupta
Singers : Arijit Singh and Monali Thakur
Lyricist : Prasen
- বাংলা গানের লিরিক্স "এই ভালো এই খারাপ"
এই ভালো এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে
দুজনেই মনটাকে
বেঁধে ফেলি সাতপাকে
চলো ছোটোখাটো করি ভুলচুক
তুমি আমি মিলে
সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ
রাজি আছি, আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দুজনে খুব
ভরসা দিলে
দেখোনা এই অকাল শ্রাবণ
নেমেছে আজ হাজার বারণ জেনে
আওয়াজ শুনে আমায় ডাকো
ঢাকো চাদর আমার কাছে টেনে
রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর
ভিজে গেছি বৃষ্টি নামার পর
তুমি আমি ঘর থেকেও যাযাবর
যাচ্ছি চলে