Song Credit
Title : Chol Choley Jaai
Music & Lyrics : Rana Mazumder
Singers : Shreya Ghoshal & Arijit Singh
- বাংলা গানের লিরিক্স "চল, চলে যাই"
চল, চলে যাই
হাতে হাত ধরে
তুই আমি দুজনে, পুরনো গানের সুরে
চল, চলে যাই
হাতে হাত ধরে
তুই আমি দুজনে, পুরনো গানের সুরে
চল, চলে যাই...হুমম হুমম...
চল, চলে যাই
জল-পরীর দেশে
তোর আদর ছোঁয়ায় আমায়
নে, আপন করে
চল, চলে যাই
জল-পরীর দেশে
তোর আদর ছোঁয়ায় আমায়
নে, আপন করে
চল চলে যাই
চলে যাই...
তোর বিদগ্ধ মনে
মহা সিন্ধু হারায়
তোর দুচোখ জুড়ে
প্রেম অঝোরো ধারায়
চল চলে যাই
তিন ভুবনের পারে
তোর যত চাওয়া পাওয়া
নে উজাড় করে
চল চলে যাই
চলে যাই...