Song Credit
Album - Chengra Bandhu
Singer - Rohima Begam Kalita
Song : Chengra Bandhu Rasia
- বাংলা গানের লিরিক্স "চ্যাংরা বন্ধু রসিয়া,"
চ্যাংরা বন্ধু রসিয়া,বড় ঘরত বসিয়া
চ্যাংরা বন্ধু রসিয়া,বড় ঘরত বসিয়া
গান গায় দোতারা ডাঙেয়া,
গান গায় দোতারা ডাঙেয়া
বাকুম কুমা বাকুম কুমা ঢোলের বাজানা
বাকুম কুমা বাকুম কুমা ঢোলের বাজানা
মুইও তো অবলা নারী মনটা মানে না
মুইও তো অবলা নারী মনটা মানে না
চ্যাংরা বন্ধু রসিয়া,বড় ঘরত বসিয়া
চ্যাংরা বন্ধু রসিয়া,বড় ঘরত বসিয়া
গান গায় দোতারা ডাঙেয়া,
গান গায় দোতারা ডাঙেয়া
দোলের মেলা হয় বগলে খাড়া তালের গান
মোর ও চায় শুনিবার এ মন
দোলের মেলা হয় বগলে খাড়া তালের গান
মোর ও চায় শুনিবার এ মন
তবলা বাজে লাল শাড়ি খান ছাড়িয়া পিন্ধিলু
পানিয়া মরা যাওয়ার না দেয় কেমন করিয়া জাং
পানিয়া মরা যাওয়ার না দেয় কেমন করিয়া জাং
হায়রে
চ্যাংরা বন্ধু রসিয়া,বড় ঘরত বসিয়া
চ্যাংরা বন্ধু রসিয়া,বড় ঘরত বসিয়া
গান গায় দোতারা ডাঙেয়া,
গান গায় দোতারা ডাঙেয়া
পাড়ার সগায় সাজি পারি গান শুনিবার যায়
হায় মোর মনটা ফুর ফুলায়
পাড়ার সগায় সাজি পারি গান শুনিবার যায়
হায় মোর মনটা ফুর ফুলায়
পানিয়া মরাক নিন্দত থুইয়া মরি গেলু হায়
নিদাল বন্ধুর বারাত বসি গান শুনিলু হায়
নিদাল বন্ধুর বারাত বসি গান শুনিলু হায়
চ্যাংরা বন্ধু রসিয়া,বড় ঘরত বসিয়া
চ্যাংরা বন্ধু রসিয়া,বড় ঘরত বসিয়া
গান গায় দোতারা ডাঙেয়া,
গান গায় দোতারা ডাঙেয়া