Bolo Piya Lyrics (বলো পিয়া) - Mahalakshmi lyer | Lyrics in Bengali

Anonymous

Song Credit

Song: Bolo Piya (Female)

Film: Saat Pake Bandha 

Director: Sujit Mondal 

Music: Jeet Gannguli

Singer: Mahalakshmi lyer

Lyrics: Gautam Sushmit


  • বাংলা গানের লিরিক্স "বলো পিয়া"

বলো পিয়া বলো, বলোনা

কেন করো পিয়া ছলনা।

মনে মনে দু-জনে,

হৃদয়ের বাধনে

পিয়া তুমি আমার..

সাত পাকে বাঁধা,

সাত পাকে বাঁধা।

বলো পিয়া বলো, বলোনা।

তোমার আসাতে,

এই পথ চাওয়া জে,

আমার ভাললাগে।

এতো আলো আর এতো খুশি জে

আমি দেখিনি আগে।

হাত বাড়ালে সামনে তুমি

এর বেশি চাইনা আমার..

বোলো পিয়া বোলো, বলোনা।


স্বপ্ন আমারি তোমার দু'চোখে

আমি সাজিয়ে দিলাম।

মনে মনে আমি আমার আমি কে

তোমার হাতে দিলাম।

তোমায় চাওয়া, কাছে পাওয়া

সে তো আমার অধিকার..

বলো পিয়া বলো, বলোনা

কেন করো পিয়া ছলনা..

মনে মনে দু'জনে, হৃদয়ের বাঁধনে

পিয়া তুমি আমার..

সাত পাকে বাঁধা,

সাত পাকে বাঁধা..

বলো পিয়া বলো, বলোনা।

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!