Song Credit
Title : Bhalobashar Morshum
Singer : Arijit Singh
Lyricist : Barish
Composer : Sanai
- বাংলা গানের লিরিক্স "ভালবাসারই মরশুম"
মন একে একে দুই
একাকার আমি তুই
আর না চোখ ফিরিয়ে একটু হাস
নেই মনে কি কিছুই
তোর ঠোঁটের ডানা ছুঁই
মিলবে সব জীবনের ক্যালকুলাস
স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম
এ বুকে তবু বারো মাস
ভালবাসারই মরশুম
ভালবাসারই মরশুম
ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই
সেই যে সেই তাকালেই সর্বনাশ
ঝড় এলে তুই
সাথে থাকলে কী ভয়
তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়
প্রেম হলে এক
সুরে গান বেজে যায়
সেই দেয় জখম
তবু সেই তো ভেজায়
ব্যথারা ফিরেছে এপাশ
বালিশে জমে ভাঙা ঘুম
এ বুকে তবু বারো মাস
ভালোবাসারই মরশুম
ভালোবাসারই মরশুম
দিন বদলে যাবে ফের
হাত ধরে সময়ের
ফুটবে ঠিক মন-মাফিক মন-পলাশ
ফুটবে ঠিক মন-মাফিক মন-পলাশ...