Beche Theke Labh Ki Bol Lyrics (বেঁচে থেকে লাভ কি বল) - Arijit Singh | Lyrics in Bengali

Anonymous


 Song Credit

Title : Beche Theke Labh Ki Bol

Music : Jeet Gannguli

Singer : Arijit Singh

Lyrics : Prasen


  • বাংলা গানের লিরিক্স "বেঁচে থেকে লাভ কি বল"


বেঁচে থেকে লাভ কি বল

তোকে ছাড়া আর

খুঁজেছে জবাব অচল মন কোথা কার


জানি স্বপ্ন তার পাতায় কত কি

কত যত্নে দেখেছি আর লিখেছি

যা চলে তুই, ও

সব ভুলে তুই,

যা চলে তুই, ও

সব ভুলে তুই


বেঁচে থেকে লাভ কি বল

তোকে ছাড়া আর

খুঁজেছে জবাব অচল

মন কোথাকার ও ও


কেন হয় এমন, মনে নেই তো মন

হাওয়া বড়ই বে-রঙিন

নারে না নয় সহজ, পাওয়া তোর মত

আর কাউকেও কোনোদিন

হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম

চোখে শুকিয়ে গেল জল


বেঁচে থেকে লাভ কি বল

তোকে ছাড়া আর

খুঁজেছে জবাব অচল

মন কোথাকার

ও...


কি যে বলবো আর, এ দূরত্ব টার

দেখি নেই রে কোনো শেষ

তবু দেখ না তুই, বসে পাশ'টা তেই

গেলি আলোকবর্ষ দেশ

হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম

চোখে শুকিয়ে গেল জল


বেঁচে থেকে লাভ কি বল

তোকে ছাড়া আর

খুঁজেছে জবাব অচল

মন কোথাকার

ও...


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!