Song Credit
Title : Udash Dupur Bela
Singer : Gamcha Palash
Music : Remo Biplob
Lyrics : Zakir Hossain Razu
Lyrics Labels : Adhilyrics™
- বাংলা গানের লিরিক্স "উদাস দুপুর বেলা"
এই উদাস দুপুর বেলা
সখি আসবে কি একেলা
নদীর ঘাটে রে
দেখতে তোমায় মন চাহিছে
আজি দেখতে তোয়ায় মন চাহিছে।।
একবার যদি আসো সখি
জল ভরিবার ছলে
মনের কথা বলব তোমায় বসে কদম তলে ।
তুমি সকল ব্যাথা বুঝে নিও চোখের পানে চেয়ে
শক্ত করে ধরিও হাত ছাইড়া যাইবার ভয়ে ।
আজি দেখতে তোমায় মন চাহিছে।।
ওরে না জানি মুই লেখতে চিঠি
না জানি মুই পড়তে
বাঁশির সুরে ডাকি তোমায়
আসোনা গো ছুটে, সখি আসোনা গো ছুটে
ওরে উথাল পাথাল নদীর ঢেউয়ে
মনে জোয়ার ভাটা চলে
চেয়ে তোমার পানে।