Tui Amar Aashiqui Re Lyrics (তুই আমার আশিকী রে) - Uttam Kumar Mandal | Bengali Lyrics

Anonymous

Song Credit

Title   : Tui Amar Aashiqui Re

Song  : Uttam Kumar Mandal 

Lyrics : Chotan Mandal 

Music : Shyamji

Lyrics Labels : Adhilyrics™

Copyright  : www.adhilyrics.in


  • বাংলা গানের লিরিক্স "তুই আমার আশিকী রে"


তুই আমার আশিকী রে, তুই আমার জিন্দেগি রে

তুই আমার দুই নয়নের তারা, 

তুই আমার জীবন রে, তুই আমার মরণ রে

তুই ছাড়া আমি দিশেহারা।

তুই আমার আশিকী রে, তুই আমার জিন্দেগি রে

তুই আমার দুই নয়নের তারা, 

তুই আমার জীবন রে, তুই আমার মরণ রে

তুই ছাড়া আমি দিশেহারা।


কেমনে ভুলে গেলি, মনে আগুন লাগলি

আমরি করলি পাগল পারা 

তুই ছাড়া আমি দিশেহারা।

তুই আমার আশিকী রে, তুই আমার জিন্দেগি রে

তুই আমার দুই নয়নের তারা, 

তুই আমার জীবন রে, তুই আমার মরণ রে

তুই ছাড়া আমি দিশেহারা।


যতন করে এই মনটারে দিলাম তোরি হাতে

তবু কেন ছলনা করলি এই আমার সাথেই ।।

তুই আমার পরান পাখি, তোর জন্য কাঁদে আঁখি

বলনা কেমনে রাখি, বধে আমার মনপাখি

তোকে ছাড়া মন বানজারা

তুই ছাড়া আমি দিশেহারা।

তুই আমার আশিকী রে, তুই আমার জিন্দেগি রে তুই আমার দুই নয়নের তারা, 

তুই আমার জীবন রে, তুই আমার মরণ রে

তুই ছাড়া আমি দিশেহারা।


বলে ছিলি একি সাথে, কাটাব সার জীবন 

শুরুতে কেন তবে, দেরি এই মন ।।

জানি তোর পরেনা মনে, আমরি ভালোবাসা

মাটি করলি এ বুকের সকাল আশা ।।

তোকে ছাড়া আমি জিন্দা মরা

তুই ছাড়া আমি দিশেহারা।

তুই আমার আশিকী রে, তুই আমার জিন্দেগি রে

তুই আমার দুই নয়নের তারা, 

তুই আমার জীবন রে, তুই আমার মরণ রে

তুই ছাড়া আমি দিশেহারা।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!