O Priya Re Lyrics (ও প্রিয়া রে) - Nazmul Hoque | Pritam & Barnali | Lyrics in Bengali

Anonymous


Song Credit

Title  : O Priya Re

Song : Nazmul Hoque

Lyrics & Music  : M Samir 

Cast   : Pritam, Barnali 

Lyrics Labels : Adhilyrics™

Copyright : www.adhilyrics.in


  • বাংলা গানের লিরিক্স "ও প্রিয়া রে"


তোর আঁচলে দু চোঁখের কাজলে

আমায় রেখে দেয় না তোর মনেরই মহলে

ফুলের ঐ খোঁপাতে বেঁধেনে আমাকে তুই

সারাক্ষণ সাথেই প্রিয়া তোকে আমি ছুঁই

দেনা করে আমাকে তোর কানের দুল

করেনে না আমাকে তোর খোঁপার ফুলফুল

আমি পারবো না তোকে ছাড়া থাকতে বেঁচে

ও প্রিয়া রে, ও প্রিয়া রে ।।

তোর আঁচলে দু চোঁখের কাজলে

আমায় রেখে দেয় না তোর মনেরই মহলে


নেনা করে আমাকে তুই তোর হাতের চুড়ি

বানিয়েছে বিধাতায় তোর আমায় জুরি ।।

নেনা করে আমাকে তুই কোমরের বিচ্ছে

তোকে না পেলে জীবন হবে আমার মিছে

দেনা করে আমাকে তুই পায়ের মল

করে নেশা আমাকে চোখের জল

আমি পারবো না তোকে ছাড়া থাকতে বেঁচে

ও প্রিয়া রে, ও প্রিয়া রে ।।

তোর আঁচলে দুই চোঁখের কাজলে

আমায় রেখে দেয় না তোর মনেরই মহলে


তোকে দেখে পরে না মোর চোখের পলক

ঝরাই যত প্রেমের তোর রূপের ঝলক ।।

তোর ঐ জোরা ভুরূ বাধা মিলাছে

অঙ্গের ঢেউ যেন ঘেউ লাগা ঝিল

নেনা করে আমাকে তোর গলার হার

দেনা খুলে আমাকে তোর মনের দ্বার

আমি পারবো না তোকে ছাড়া থাকতে বেঁচে

ও প্রিয়া রে, ও প্রিয়া রে ।।

তোর আঁচলে দুই চোঁখের কাজলে

আমায় রেখে দেয় না তোর মনেরই মহলে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!