Song Credit
Title : Meera
Singer - Rahul Dutta
Lyrics - Supratip Bhattacharya
Lyrics Labels : Adhilyrics™
- বাংলা গানের লিরিক্স " মীরা"
হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া,
কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা
একাকিনী বসে কাঁদে যে মীরা
স্বয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা
একাকিনী বসে কাঁদে যে মীরা
উতলা এ মন
খুঁজে মরে আজীবন কবে সে পাবে দর্শন
চাতকের মত
কৃষ্ণপ্রেমে
তৃষ্ণার্ত সে সারাক্ষণ
রাজা রানা প্রতাপের
বিষপান করেও
মহিমা গুনে মিরা পেল অমৃতেরই স্বাদ
কানু লীলায় মেওয়ার রানী ছন্নছাড়া
ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া
একাকিনী বসে কাঁদে যে মীরা