Song Credit
Title : Chale Jete Jete
Singer : Lata Mangeshkar
Lyrics Labels : Adhilyrics™
- Chale Jete Jete Din Bole Jay Lyrics in Bengali
চলে যেতে যেতে দিন বলে যায়
আঁধারের শেষে ভোর হবে হয়তো পাখির গানে গানে তবু কেন মন উদাস হলো
ওওওওও
চলে যেতে যেতে দিন বলে যায় আঁধারের শেষে ভোর হবে হয়তো পাখির গানে গানে তবু কেন মন উদাস হলো
হয়তো বা সব ভালো মুছে যাবে হয়তো বা থাকবে না সাথে কেউ
হয়তো বা মাঝপথে পথটাও ফুরিয়ে যাবে চোখের জলের কথা শুনবে না কেউ ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতেসাজাতে
রাত পার হয়ে যাবো হয়তো বা কান্নারও শেষ আছে বুঝি আমি এসে গেছি কিনারায়
ওওওও
একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে খুশির বন্যা এসে ভাসাবে আমায় আলোর জোনাকি জ্বেলে জ্বেলে স্বর্গ আমার সাজাতে সাজাতে
রাত পার হয়ে যাবো
চলে যেতে যেতে দিন বলে যায়
আঁধারের শেষে ভোর হবে হয়তো পাখির গানে গানে
তবু কেন মন উদাস হলো চলে যেতে যেতে দিন বলে যায়