Song Credit
Title : Tui Hamke Bhule Ja
Singer - Kundan Kumar and Kanika
Karmakar Lyrics - Sandip Bansriyar
Music Composition - Arun Das
Music Label - GS Music
Lyrics labels : Adhilyrics™
- বাংলা গানের লিরিক্স "তুই হামকে ভুলে যা"
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখাই ছিলি রে পাগলি সুখেরীই শপন আজকে কি কারণে ভাঙলি এই মন তর কি ছিলি রে দুসমন
তুই স্বামীর ঘরে যা রে সাথী থাকিস সুখে বারে বারে মনে পড়ে তোরেই শাসন
তোর দুনিয়ায় আসবোনাই আর যা রে সাথী খুঁজেলো ও পাবিনাই মনে পড়বেক যখন
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন
আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখাই ছিলি রে পাগলি সুখেরীই শপন আজকে কি কারণে ভাঙলি এই মন তর কি ছিলি রে দুসমন
শুধু তোকে ভালোবাসেছিলি তোকে জীবন মানে ছিলি জানে সুনে মারলি বান আমার এই বুকে
বাঁচব একা কেমন করে তোর বিরহে যাব মোরে দিনে রাতে বইছে জল আমার দু চোখে আমারই চোখে
ভুল বুঝিস না রে কি বলে বুঝাবো তোকে আজ আমি পরবাসী আর অন্য রে সোজন
সুধু তুই পাসে নাই আজ কে আমার মদেই সাথী এমনি ভাবে কাটাই দিব সারাটা জীবন
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখাই ছিলি রে পাগলি সুখেরীই শপন আজকে কি
কারণে ভাঙলি এই মন তর কি ছিলি রে দুসমন
এই কপালে তুই নাই লেখা কি কারণে দিস নাই দেখা
কে তর হইল আপন বল রে সাথী বল
কাকে পাইয়ে গেলিস ভুলে অভাগা সন্দীপে বলে অবশেষেএমনি কি হই
ভালোবাসার ফল ভালোবাসার ফল
তোকে কি বলে বুঝাবো একটু বোঝার চেষ্টা কর আগে তো ছিল নাই জানা হবেক রে এমন
সুধু তুই পাসে নাই আজ আমার মদেই সাথী এমনি ভাবে কাটাই দিব সারাটা জীবন
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন
আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখাই ছিলি রে পাগলি সুখেরীই শপন
আজকে কি কারণে ভাঙলি এই মন তর কি ছিলি রে দুসমন
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন
আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখাই ছিলি রে পাগলি সুখেরীই শপন আজকে কি কারণে ভাঙলি এই মন তর কি ছিলি রে দুসমন
তর কি ছিলি রে দুসমন