Pronomimi Gange Lyrics (প্রণমামী গঙ্গে) - Tina Ghoshal | Bengali Lyrics

Anonymous

Song Credits:

Title : Pronomimi Gange

Singer: Tina Ghoshal

Lyrics: Asish Kumar Ghoshal

Tabla: Prabir Chatterjee

Composer: Tapan Sinha

Lyrics Labels : Adhilyrics™



  • বাংলা গানের লিরিক্স "প্রণমামী গঙ্গে"

গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে। (Chorus )

প্রণমামী গঙ্গে ওগো শিব দুহিতে, প্রণমামী গঙ্গে ওগো শিব দুহিতে।

আমরা বাঁচিয়া আছি তোমার আশিষে, আমরা বাঁচিয়া আছি তোমার আশিষে, ওগো মা গঙ্গে, মা গো মা গঙ্গে, চির বরদে।

প্রণমামী গঙ্গে, ওগো শিব দুহিতে, প্রণমামী গঙ্গে, ওগো শিব দুহিতে।

গঙ্গে মা গঙ্গে, সারা ভারতে আর বঙ্গে। (Chorus)

জনে জনে তুমি দিচ্ছ মা গো জীবনের বরদান, তোমার প্রবাহ পথে বৈচিত্রে বনাঞ্চল ।

গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে। (Chorus)

জনে জনে তুমি দিচ্ছ

মা গো জীবনের বরদান, তোমার প্রবাহ পথে বৈচিত্রে বনাঞ্চল।

কত নগর গ্রাম শহর, কত শত দেব ভূমি, মা গো তোমাকে প্ৰণমী।

গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে (Chorus)

প্রণমামী গঙ্গে, ওগো শিব দুহিতে প্রণমামী গঙ্গে, ওগো শিব দুহিতে।

গঙ্গে মা গঙ্গে, সারা ভারতে আর বঙ্গে। (Chorus)

স্রোতবতী মা গো শান্ত, তবু কখনো অশান্ত কখনো কল্যানী মা কভু রুদ্র মা তো।

গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে। (Chorus )

স্রোতবতী মা গো শান্ত, তবু কখনো অশান্ত কখনো কল্যানী মা কভু রুদ্র মাতঃ।

কত গহণ দহন সহন, ধন্য ভারত ভূমি মা গো তোমাকে প্ৰণামী।

গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে। (Chorus)

প্রণমামী গঙ্গে, ওগো শিব দুহিতে প্রণমামী গঙ্গে, ওগো শিব দুহিতে।

গঙ্গে মা গঙ্গে, সারা ভারতে আর বঙ্গে। (Chorus) গঙ্গে মা গঙ্গে, সারা ভারতে আর বঙ্গে। (Chorus)

উপভোগ করুন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন!!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!