Ek Din Pakhi Ure Jabe Lyrics ( এক দিন পাখি উড়ে যাবে ) Kishore Kumar

Pardip

Song Credit

Title    : Ek Din Pakhi Ure Jabe

Singer  : Kishore Kumar 

Music   : R.D Barman

Lyrics    : Mukul Dutt

Lyrics Edit : Pradip debsharma 


  • Ek Din Pakhi Ure jabe Lyrics in Bengali

একদিন পাখি উড়ে (২)

একদিন পাখি উড়ে।

যাবে যে আকাশে 

ফিরবে না আসি তো আর 

কারো আকাশে।

একদিন পাখি উড়ে 

যাবে যে  আকাশে ফিরবে না সে তো আর 

কারো আকাশে

একদিন।

বুকে যেন বাদলের ওই 

মেঘ জমে না 

মন ভেঙ্গে দিতে যেন আর 

ঝড় আসে না 

তারে ভেবে কারো চোখে যেন 

জল না আসে কারো আকাশে।

একদিন পাখি উড়ে।

 যাবে যে আকাশে 

ফিরবে না সে তো আর 

কারো আকাশে 

একদিন।

উদাসীর বাঁশি আর কেন 

কেউ তো শোনে না 

কোন দিন কেউ তার কেন 

মন তো বোঝে না 

ঘর ছেড়ে কোনদিন যেন শেষে 

পথে না  বসে।

একদিন পাখি উড়ে 

যাবে যে আকাশে 

ফিরবে না সে তো আর 

কারো আকাশে ।

একদিন।।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!