Song Credit
Title : Ek Din Pakhi Ure Jabe
Singer : Kishore Kumar
Music : R.D Barman
Lyrics : Mukul Dutt
Lyrics Edit : Pradip debsharma
- Ek Din Pakhi Ure jabe Lyrics in Bengali
একদিন পাখি উড়ে (২)
একদিন পাখি উড়ে।
যাবে যে আকাশে
ফিরবে না আসি তো আর
কারো আকাশে।
একদিন পাখি উড়ে
যাবে যে আকাশে ফিরবে না সে তো আর
কারো আকাশে
একদিন।
বুকে যেন বাদলের ওই
মেঘ জমে না
মন ভেঙ্গে দিতে যেন আর
ঝড় আসে না
তারে ভেবে কারো চোখে যেন
জল না আসে কারো আকাশে।
একদিন পাখি উড়ে।
যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর
কারো আকাশে
একদিন।
উদাসীর বাঁশি আর কেন
কেউ তো শোনে না
কোন দিন কেউ তার কেন
মন তো বোঝে না
ঘর ছেড়ে কোনদিন যেন শেষে
পথে না বসে।
একদিন পাখি উড়ে
যাবে যে আকাশে
ফিরবে না সে তো আর
কারো আকাশে ।
একদিন।।