Song Credit
Song : Ontorete Dag Lagaiya Re
Singer : Laila
Lyricist : Mahmud Murad
Composer : Md.Tipu Sultan & Akash Mahmud
Music : Akash Mahmud
Label : Star T Music
- বাংলা গানের লিরিক্স "অন্তরেতে দাগ লাগাইয়া রে,"
মিস্টি কথায় ভুইলা তুমি আসল পিরিত খুজলা না ।
কাটার আঘাত দিলা বন্ধু ফুল তো কভু দিলা না ।
মিস্টি কথায় ভুইলা তুমি আসল পিরিত খুজলা না।
কাটার আঘাত দিলা বন্ধু ফুল তো কভু দিলা না ।
অন্তরেতে দাগ লাগাইয়া রে,
বন্ধু আমার হইলানা
কলিজা পুড়াইয়া গেলা রে ,
বন্ধু আমার রইলানা ।
অন্তরেতে দাগ লাগাইয়া রে,
বন্ধু আমার হইলানা
কলিজা পুড়াইয়া গেলা রে ,
বন্ধু আমার রইলানা।
জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল
নিঠুর বন্ধু আমার সাথে করলায় শুধু ছল ।
ও জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল
নিঠুর বন্ধু আমার সাথে করলায় শুধু ছল ।
রঙিন চোখে ,এখন রঙিন চোখে সবাই ভালা
আমি কেবল ভালা না
অন্তরেতে দাগ লাগাইয়া রে,
বন্ধু আমার হইলানা
কলিজা পুড়াইয়া গেলা রে ,
বন্ধু আমার রইলানা ।
অন্তরেতে দাগ লাগাইয়া রে,
বন্ধু আমার হইলানা
কলিজা পুড়াইয়া গেলা রে ,
বন্ধু আমার রইলানা।
ভালোবাইসা সব সপিলাম জাতি কুলমান
সেই মানুষে মন মজাইয়া হয়রে ও পাষাণ
ভালোবাইসা সব সপিলাম জাতি কুলমান
সেই মানুষে মন মজাইয়া হয়রে ও পাষাণ
মুরাদেরে কাঙাল, মুরাদেরে ডুবাইতে
একটি বারও ভাবলানা
অন্তরেতে দাগ লাগাইয়া রে,
বন্ধু আমার হইলানা
কলিজা পুড়াইয়া গেলা রে ,
বন্ধু আমার রইলানা ।
অন্তরেতে দাগ লাগাইয়া রে,
বন্ধু আমার হইলানা
কলিজা পুড়াইয়া গেলা রে ,
বন্ধু আমার রইলানা।
- Ontorete Dag Lagaiya Re Lyrics in Bengali