Brishti Tomake Dilam Lyrics - Srikanta Acharya | Bengali lyrics

Anonymous

Song Credit
Song        : Brishti Tomake Dilam
Singer      : Srikanta Acharya
Lyrics Edit : Adhilyrics™


Brishti Tomake Dilam Lyrics in Bengali

আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম ।
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম ।
শুধু শ্রাবণ সন্ধ্যা টুকু তোমার কাছে চেয়ে নিলাম ।
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম ।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাশিতে কান পেতে থাকি
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাশিতে কান পেতে থাকি ।
তাতেই কাছে ডেকে মনের আঙ্গিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম ।
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম ।
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা ।
তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা ।
চেয়েছি পেতে যাকে চাইনা হারাতে তাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইনা ।
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম ।
শুধু শ্রাবণ সন্ধ্যা টুকু তোমার কাছে চেয়ে নিলাম ।
আমার সারাটা দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম ।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!