Song Credit
Title : Sobai Bale Baul Bole
Album : Duniyata Noyre Bauman (1992)
Singer : Sanajit Mondal
Lyrics Edit : AdhilyricsTM'
- বাংলা গানের লিরিক্স "সবা'ই ডাকে বাউল বালে"
দয়াল তুমি বালো অমায়
এই বেদনা কেমনে সই
সবা'ই ডাকে বাউল বালে
বাউল হতে পারলাম কই
সাবাই ডাকে বাউল বালে
বাউলা হতে পারলাম কই
সবা'ই ডাকে বাউল বালে
বাউল হতে পারলাম কাই
সবা'ই ডাকে বাউল বালে
দয়াল তুমি বালো অমায়
দয়াল তুমি বালো অমায়
এ বেদনা কেমনে সই
সবা'ই ডাকে বাউল বালে
বাউল হাতে পারলাম কই
সবা'ই ডাকে বাউল বালে
যতাই পারি গেরুয়া বেস
নি হাতে একতারা
তুলশির মালা গালায় পারে
হাইনা ইয়াতাই ঘরছাড়া
কামানা বাসনা আজো
কামানা বাসনা আজো
ছারাতে পরলামা আমি কাই
সবা'ই ডাকে বাউল বালে
বাউল হাতে পারলাম কই
সবা'ই ডাকে বাউল বালে
যশ খুজি, খেতাব খুজি
ধনা খুজে মন
বিপদে না পরলে তোমায়
কারেনা স্মারণ (গুরু)
কারেনা স্মারণ (গুরু)
জানিনা আর আসাব কিনা
এ ভব সংসারে
জনম বৃথা যাবে যদি
শূন্য ঝোলায়া ইয়া কি করে
মনটাকে দে'ও বাউল করে (আমারা)
মনটাকে দে'ও বাউল করে ( আমারা )
সংসেজে আর কা’দিন রই
সাবাই ডাকে বাউল বালে
বাউল হাতে পারলাম কই
সবা'ই ডাকে বাউল বালে
বাউল হাতে পারলাম কাই
সবা'ই ডাকে বাউল বালে
- Sobai Bale Baul Bole Lyrics in Bengali