DU HAT TULE GAO RE KRISHNA NAAM LYRICS (দু'হাত তুলে বল রে কৃষ্ণ নাম) - SUCHARITA SAHA

Anonymous

Presenting You The New ( 2017 ) Folk Song DU HAT TULE GAO RE KRISHNA NAAM From The Album " DU HAT TULE GAO RE KRISHNA NAAM " By RS MUSIC .

Song Credit

Title   : DU HAT TULE GAO RE KRISHNA NAAM

 Singer : SUCHARITA SAHA ( DAS )

Lyrics & Music : VASKAR MONDAL

Arrenger : SHAYMJI 

Category : DEVOTIONAL 

Languages : BENGAL

Lyrics Edit : AdhilyricsTM'

 

  • DU HAT TULE GAO RE KRISHNA NAAM Lyrics in Bengali

দু'হাত তুলে বল রে কৃষ্ণ নাম

পুরবেরে তোর সকল মনোস্কাম।

আজ প্রেমানন্দে বাহুতুলে

নাচোরে মন কৃষ্ণ বলে।

দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম

পুরবেরে তোর সকল মনোস্কাম।

আজ প্রেমানন্দে বাহু তুলে

নাচোরে মন কৃষ্ণ বোলে।

হরেকৃষ্ণ, হরেকৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরেরাম, হরেরাম, রাম রাম হরে হরে।

কতো পাপী-তাপী তোরে গেলো এই মহানামে

এই মধুর নাম ছড়িয়ে দেবো সকল গ্রামে।

কতো পাপী-তাপী উদ্ধারিলো এই মহানামে

এই মধুর নাম ছড়িয়ে দেবো সকল গ্রামে।

শহরে গিয়েও গাইবো কৃষ্ণ নাম

হবে সেথা বৃন্দাবনো'ধাম।

আজ প্রেমানন্দে বাহুতুলে

নাচোরে মন কৃষ্ণ বলে,

আজ প্রেমানন্দে বাহুতুলে

নাচোরে মন কৃষ্ণ বলে।

কৃষ্ণ নামে মজে ছিলেন গৌর আর নিতাই

ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরেকৃষ্ণ গাই।

পাড়ের কড়ি এই মহানাম

ভজরে মন হরে কৃষ্ণ নাম।

আজ প্রেমানন্দে বাহু তুলে

নাচরে মন তালে তালে।

দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম

পুরবেরে তোর সকল মনোস্কাম।

আজ প্রেমানন্দে বাহু তুলে

নাচরে মন কৃষ্ণ বলে।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!