Title : Chokher Jole Lekha
Singer : Asif Akbar
Lyrics Edit : AdhilyricsTM'
- বাংলা গানের লিরিক্স "(চোখেরই জলে লেখা)"
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতি দিনই তোমারি নামে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতি দিনই তোমারি নামে ।
যে দিন চোখের জল শুকিয়ে যাবে
মনে রেখো সে দিন আমার মরন হবে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতি দিনই তোমারি নামে ।
ভুলে যদি যাও তুমি এই আমাকে
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে
ভুলে যদি যাও তুমি এই আমাকে
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে
সবকিছু এখানেই জানি পড়ে রবে
ধুকে ধুকে জীবন টা কে পারি দিতে হবে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতি দিনই তোমারি নামে ।
কষ্টরা জমা হয়ে কাঁদে দিন রাত্রি
নিরব রাতের সাথে আমি একা যাত্রী
কষ্টরা জমা হয়ে কাঁদে দিন রাত্রি
নিরব রাতের সাথে আমি একা যাত্রী
আঁধার এখন আমার বড় ভালো লাগে
মনে হয় কে যেন পিছু থেকে ডাকে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতি দিনই তোমারি নামে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতি দিনই তোমারি নামে
যে দিন চোখের জল শুকিয়ে যাবে
মনে রেখো সে দিন আমার মরন হবে
চোখেরই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতি দিনই তোমারি নামে