Song : Tor Ek Kothaye
Film : Besh Korechi Prem Korechi
Music : Jeet Gannguli
Singer : Arijit Singh
Lyrics : Prasen
Director : Raja Chanda
Starring : Jeet, Koel Mallick,
- বাংলা গানের লিরিক্স
নাম জানি না তোর
রাত জানিনা ভোর
মন যায় রে চোলে যায়,
প্রেম জানিয়ে
হাল মেলাবি আয়,
দিন কাল মেলাবি আয়
মন ফিরবে না রে আজ,
তোকে না নিয়ে
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মোরে জেতেও রাজি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মোরে জেতেও রাজি
কিছুটা শায় দিয়ে যা তুই
আলো আমি দিয়ে যা তুই
পারি না থাকতে এক আর
কোন উপায় দিয়ে যা তুই
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মোরে জেতেও রাজি
জনশোনা নেই ওজান্তে এসেছে অন্য কে
আমকে মনের অরন্যে ঠিকানা চিন্তে দে
জনশোনা নেই ওজান্তে এসেচে অননিও কে
আমকে মনের অরন্যে ঠিকানা চিন্তে দে।
আর কি বোঝবো বোল?
বোলছে ফুলের দুল তুই আমারি
হম.. আর কি করন চাস?
বোলছে বন্ধু বাতাশ তুই আমারি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি আরো জেতেও রাজি
বড়বাড়ি মন জলাতন কোরেছে জোখনি
আমি কোন আর চেস্টার সিমানা রাখিনি
বড়বাড়ি মন জলাতন কোরেছে জোখনি
আমি কোন আর চেস্টার সিমানা রাখিনি
ও আর কি বোঝাবো বল?
বোলছে ফুলের দল তুই আমারি
আর কি করন চাস?
বোলছে বন্ধু বাতাশ তুই আমারি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মোরে জেতেও রাজি
তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায় আমি মোরে জেতেও রাজি
- Original Music Video
Tor Ek Kothay