Title : Keu Jaane Na (কেউ জানে না)
Singer : Arijit Singh
Music : Savvy
Lyricist : Prosen
Lyrics Edit : Adhilyrics TM'
Copyright : JDS
- বাংলা গানের লিরিক্স
পাগল হয়ে আছি তোরি কারনে
সাথে করে এনেছি, নে এই মন
তোর হাসির ছল তোর চুলের দল
আমাকে কেরে নে
তোর চোখের ঝিল জানি
পেরোনো মুস্কিল.. মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারি দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
সত্যি করে বল, তোর কি মনে হয়
মনের কোলাহাল কেও করো নয়
বেস্ত আছে খুব বুকের চলাচল
মায়াবি লাগে সব রুপোলি এসময়
তোর চোখের ঝিল.. জানি
পেরোনো মুশকিল.. মানি
তাও পরিনা যে এগিয়ে গিয়েছে
আমারি দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সেজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
একলা ছিলো মন, ধুসর এতো দিন
এক ঝোলোকে তোর, হয়ছে কি রঙ্গিন
সুনতে পেলে যে নুপুর বাজে তোর
বেচে তকাই দিন, মোর যাওয়া কঠিন
তোর চোখের ঝিল... জানি
পেরোনো মুশকিল... মানি
তো পরীনা যে এগিয়ে গিয়েছে
আমার দুটো পা
তোকে একার দেখার লুকিয়ে কি মোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সেজা
সে তো আমি ছাড়া কেউ জানে না
- Original Music Video
Kau Jaane Na Lyrics Song