Song Credit
Title : Hoyto Tomari Janno
Singer : Manna Dey
Music : Manna Dey
Lyrics Edit : Adhilyrics TM'
Copyright : JDS©
- বাংলা গানের লিরিক্স
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেম এ জীবনন
জানি তুমি অনন্য
আসার হাত বাড়াই
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত
আমি যে নিজেই মত্ত
জানি না তোমার শর্তঃ
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেম এ জীবনন
জানি তুমি অনন্য
আসার হাত বাড়াই
আহাআ হু আহাআ
আমি যে দুরন্ত
দু চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন চোরাই
তুমি তো বলো নি মন্দ
তবু কেন প্রতিবন্ধ
তুমি তো বলো নি মন্দ
তবু কেন প্রতিবন্ধ
রাখো না মনের দন্ডো
সব চেরে ছোলো যায়
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেম এ জীবনন
জানি তুমি অনন্য
আসার হাত বাড়াই
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই
- Original Music Video