Title : Bojhabo Ki Kore
Singer : Arijit Singh and Anwesshaa
Music : Indraadip Dasgupta
Lyricist : Prasen
Lyrics label : Adhilyrics TM'
Edit Lyrics : JDS©
- বাংলা গানের লিরিক্স
বোঝাবো কি করে তোকে
কতো আমি চাই
তোর কথা মানে এলে
নিজেকে হারাই ×(২)
তোকে মাথায় করে,
বেঁচে আছি তাই
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুরি ঘুরি মন
আজ চুরি চুরি মন
উরি উসি মন, ঘুরি ঘুরি মন
ও তিলে তিলে হালো কি যে
গেলো ভিজে মন
আগে তো এ শ্রাবনের ছিল না কারন
তোরা সাথে দেখা হালে কোনো নিরালায়া নিজেকে উজার করি রেখে দেওয়া যায়
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুরি ঘুরি মন
জেগে আছে দিন আর সেজে আছে ঘর
শুনতে আমায় তোরা ইসারায় খবর
উঠ যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল
মেলে দিলি চোখ তুই খুলে দিলি চুল
আজ চুরি চুরি মন
উরি উরি মন
ঘুরি ঘুরি মন
বোঝাবো কি করে তোকে কতো আমি চাই তোরা কথা মানে এলে নিজেকে হারাই
তোকে'ই মাথায়া করে বেচে আছি তাই
আজ চুরি চুরি মন
উরি উরি মন, ঘুরি ঘুরি মন
- Original Music Video
Bojhabo Ki Kore