Song Credit
Title : Oliro Kotha Shune Bokul Haashe
First Song Singer : Hemanta Mukharjee
Singer : Debolinaa Nandy
Lyricist : Guriprasanna Mazumder
Music : Hemanta Mukherjee
Music label : Saregama
Edit Lyrics : Adhilyrics TM'
Copyright : JDS©
- বাংলা গানের লিরিক্স
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে , হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু , আসনাতো ।।
আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু , ভাসনাতো
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে , হাসনাতো ।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে ।
যেমন করে নীড় - এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে নীড় - এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু , ভালবাসনাতো
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে , হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু , আসনাতো ।।
- Oliro Kotha Shune Bokul Haashe Lyrics in Bengali
- Original Music Video