Ke Bole Pagol Lyrics from Sujan Sukhi . The song is singer Indrani Sen, and music by Anupam Datta . Starting Abhishek Chatterjee and Rituparna Sengupta.
Song CreditTitle : Ke Bole Pagol
Movie : Sujan Sukhi (1995)
Singer : Indrani Sen
Music : Anupam Datta
Lyricist : See below (MCQ)
Music label : Angel
Lyrics Edit : Adhilyrics TM'
Copyright : JDS©
- বাংলা গানের লিরিক্স
কে বলে পাগল
সে যেনো কথায়
রয়েছেকে বলে পাগল
সে যেনো কথায়
রয়েছে কতোই দুরে
মন কেনো ইতো কথা বলে
ও পাগল মন মন রে
মন কেনো অতো কথা বলে
ও পাগল মন মন রে
মন কেনো অতো কথা বলে
মন কে আমার যতোই
চাইজে বোঝাইতে
মন আমার চাই রাঙার
ঘোরা দৌরাতে
মন কে আমার যতোই
চাইজে বোঝাইতে
মন আমার চাই রাঙার
ঘোরা দৌরাতে
পাগল মন রে
মন কেনো অতো কথা বলে
ও পাগল মন মন রে
মন কেনো অতো কথা বলে
আশি তোলায় সের হইলে
চল্লিশ সেরে মন
মনে মনে এক মন না
হইলে মিলবে না ওজন
আশি তোলায় সের হইলে
চল্লিশ সেরে মন
মনে মনে এক মন না
হইলে মিলবে না ওজন
ও পাগল মন, মন রে
মন কানো অতো কথা বলে
ও পাগল সোম, সোম রে
মন কেনো অতো কথা বলে
আমি বা কে আমার
মন টা বা কে
আজো পরলাম না আমার
মন কে চিনিতে
আমি বা কে আমার
মন টা বা কে
আজো পরলাম না আমার
মন কে চিনিতে
হে পাগল মন, রে
মন কানো অতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কানো অতো কথা বলে
কে বলে পাগল
সে যেনো কথায়
রয়েছে কতোই দুরে
মন কেনো ইতো কথা বলে
ও পাগল মন মন রে
মন কেনো অতো কথা বলে
ও পাগল মন মন রে
মন কেনো অতো কথা বলে
ও পাগল মন মন রে
মন কেনো অতো কথা বলে
মন কেনো অতো কথা বলে
মন কেনো অতো কথা বলে কতোই দুরে
মন কেনো ইতো কথা বলে
ও পাগল মন মন রে
মন কেনো অতো কথা বলে
ও পাগল মন মন রে
মন কেনো অতো কথা বলে
- Abhilyrics MCQ & Explain
1. " কে বলে পাগল " এ গীতি কে লিখেছেন?
Explain:-