Title : Giri Gobardhana
Album : Dwijendra Geet
Singer : Tredisonal
Music & Lyricist : Dwijendra Roy
Lyrics Edit : Adhilyrics TM'
Copyright : JDS©
Image Credit : SVF
- বাংলা গানের লিরিক্স
গিরি গোবর্দ্ধন গোকুল চারী
যমুনা তীর নিকুঞ্জ বিহারী
শ্যাম সুঠাম কিশোর ত্রিভঙ্গিম
চিত্ত বিনোদন কারী
পীতাম্বর বনপুষ্পবিভূষণ
চন্দন চর্চিত মূরলী ধারী
যিসি রবসে মোহিত বৃন্দাবন
উছলত যমুনা বারি
নূপুর শিঞ্জিত নৃত্য বিমোহন
কপট চপল চতুরালী
প্রেম নিমীলিত নয়ন বিলোল
কদম্ব তলে বনমালী
নন্দকি নন্দন মায়ি যশোদা
নয়নাঞ্জন ব্রজবাল পিয়ারী
যিসি লাগি থি কুল ছোড়ি রাধা
আকুল সব ব্রজনারী ।
কংস বিনাশক মথুরাপতি জয়
নিখিল ভকত জন শরণ
দুৰ্জ্জন পীড়ক সজ্জন পালক
সুর নর বন্দিত চরণ
জয় নারায়ণ শ্রীশ জনার্দন
জয় পরমেশ্বর ভব ভয়হারী
জয় কেশব মধুসূদন
জয় গোবিন্দ মুকুন্দ মূরারি ।।