Bajlo Tomar Aalor Benu Lyrics - (বাজলো তোমার আলোর বেণু) from Adhilyrics

Anonymous
Song Credit 

Title          : Bajlo Tomar Aalor Benu

Singer       : Devilinaa Nandy

Music        : Pankaj Kumar Mullick

Music label : Saregama

Edit Lyrics   : Adhilyrics TM'

Copyright     : JDS©


  • বাংলা গানের লিরিক্স

বাজলো তোমার আলোর বেণু , 

মাতলো রে ভুবন 

বাজলো তোমার আলোর বেণু 

আজ প্রভাতে , 

সে সুরও শুনে খুলে দিনু মন । 

বাজলো , 

বাজলো বাজলো তোমার আলোর বেণু ,

 

অন্তরে যার লুকিয়ে রাজে 

অরুণ - বীণায় সে সুর বাজে 

সেই আনন্দ'যজ্ঞে সবার মধুর আমন্ত্রণ । 

মাতলো রে ভুবন , 

বাজলো তোমার আলোর বেণু 


আজ সমীরণ আলোয় পাগল 

নবীনও সুরেরও লীলায় , 

আজ শরতে আকাশবীণায় 

গানের মালা বিলায় ।

তোমায় হারা জীবনও মম 

তোমারই আলোয় নিরুপম 

ভোরেরও পাখি ওঠে গাহি 

তোমারই বন্দন । 

মাতলো রে ভুবন , 

বাজলো তোমার আলোর বেণু 

বাজলো , তোমার , আলোর বেণু


  • Bajlo Tomar Aalor Benu Lyrics in Bengali
Bajlo tomar alor benu 
Matlo re bhubon 
Aaj probhate se shuro 
shune khule dinu mon 
Aj samiron aaloy pagol 
Nabino shurero lilay 
Aaj shorote akasho 
binay ganero mala bilay 
Tomay hara 
Jibono mamo
Tomari aloy nirupomo 
Bhorero pakhi uthe 
gahi tomari bondon

  • Adhilyrics MCQ & Explain

1. " বাজলো তোমার আলোর বেণু " এ গীতি কে লিখেছেন?  " song?





ANSWER= (C) বনি কুমার
Explain:-

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!