Amar Bolar Kichhu Chhil Na Lyrics - আমার বলার কিছু ছিল না | Haomanti Sukla & Manna Dey

Anonymous

Song Credit

Title            : Amar Bolar Kichhu Chhil Na

Album        : Bani Jethe Chirodin Rane

Singer         : Haomanti Sukla

Music          : Manna Dey

Lyricist       : Pulak Benerjee

Music label : Saregama


  • বাংলা গানের লিরিক্স

আমার বলার কিছু ছিল না
না - গো আমার বলার কিছু না
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে
তুমি চলে গেলে ... চেয়ে চেয়ে দেখলাম
আমার বলার কিছু ছিল না
না - গো আমার বলার কিছু ছিল না
সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে
আনন্দ হাসি গান সব তুমি নিলে
সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে
আনন্দ হাসি গান সব তুমি নিলে
যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে
স্মৃতিটাই গেলে তুমি ফেলে ..
তুমি চলে গেলে
আমার বলার কিছু ছিল না
না - গো আমার বলার কিছু ছিল না
দু'হাতে তোমার ওগো
এতকিছু ধরে গেল
ধরলো না শুধু এই স্মৃতিটা ..
রয়ে গেল শেষ দিন
রয়ে গেলো সেদিনের
প্রথম দেখার সেই ইতিটা ..
কোথা থেকে কখন যে কি হয়ে গেল ..
সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল ..
সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো
তবু দেখি দ্বীপ গেছো জ্বেলে ..
তুমি চলে গেলে
আমার বলার কিছু ছিল না
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে
তুমি চলে গেলে ...
চেয়ে চেয়ে দেখলাম
আমার বলার কিছু ছিল না
না - গো আমার বলার কিছু ছিল না


  •  Original Music Video

Amar Bolar Kichhu Chhil

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!