Title : Oviman
Cetagery : Best Friend 3 (Drama)
Singer : Tanveer Even
Music : Piran Khan
Lyrics : Tanveer Even
Music Label : CD Choice
- Oviman Lyrics in Bengali
আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে,
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে।
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝনি, বুঝনি।।
কখনো যদি, আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো,
কখনো যদি, হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো।
আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ
খুব অজানায় কত অভিনয়,
করে বসি তোমায় ভেবে।
আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে উচাটন,
তুমি বোঝোনি কেন আমাকে?
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝোনি, বুঝোনি।
- বাংলা গানের লেরিক্স "অভিমান"
Ami parini tomake
Apon kore rakhte
Ami parini tomake
Abar Amar kore rakhte
Tumi bujhoni, ami boleni
Tumi swpnote keno asoni
Amar oviman tomake niye
Sab geyechi !
Gane gane sure sure koto kotha
Bolchi tomake
Tumi bujhoni, bujhoni
Kokhono jadi aanmone cheye
Akasher pane amake Khujoo
Kokhono jadi hotat eshe
Jariye dhre balo valobaso
- Original Music Video