Bichar Chai ( বিচার চাই ) Lyrics - Fokir Lal Miah | Bangladesher Gaan
Song Credit
Title : Bichar Chai
Album. : 6 No
Singer : Fokir Lal Miah
Lyrics & Tone : Fokir Lal Miah
Lyrics Label : Adhilyrics
- Bichar Chai Lyrics in Bengali
সারা দেশে শান্তি নাই , ফকির লালের ঘুম নাই, ভালা মানুষের ভাত নাই , আদালতে আইন নাই , কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই এই দেশেতে মানুষ নাই , এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই ?
স্বাধীনতার দাম নাই , মুক্তিযােদ্ধার মান নাই , দেশ প্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই , এই দেশেতে ঠাই নাই , এই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই । একাত্তরের দালালরা হুঁশিয়ার সাবধান অস্ত্র থাকে কাপুরুষের , লাল বাহিনির র্যাপ গান ধর্মের নামে ধান্দাবাজি এই শালারা বেঈমান মূর্খ মানব মন্ত্রী হইছে , লাখি মাইরা চেয়ার ভাঙ
একাত্তরের দালালরা হুঁশিয়ার সাবধান অস্ত্র থাকে কাপুরুষের , লাল বাহিনির র্যাপ গান ধর্মের নামে ধান্দাবাজি এই শালারা বেঈমান মূর্খ মানব মন্ত্রী হইছে , লাখি মাইরা চেয়ার ভাঙ রাজনীতিতে রাজা হইস রক্ত হাতে মুসলমান ফকির লাল সালিশ ডাকছে , আল বদরগাে ডাইকা আন স্বাধীন দেশে বুমা মারে মারবার আগে আরেকবার গুথাম সাতের খুলা আগায় লালের বুকে বুমা মার দেলু দালাল দাড়ি রাখলে মানুষ কিন্তু বদলে না মুসলমানের বাচ্চা আমরা , আল্লাহ রাসুল শিখাইস না ভাইরা আমার রক্ত দিছি এই কথাটা ভুলিস না সরকার খেলে কানামাছি , চোখে দালাল দেখে না কিয়ামতের ময়দানেও লালে তগাে ছারব না বাংলা র্যাপের বন্দুক হাতে খুদার কসম বাঁচবি না ভুলতাে করে সবাই কিন্তু কিছু ভুলের মাফ নাই
ভাইরা আমার জীবন দিছে এই বদরগাে বিচার চাই । সারা দেশে শান্তি নাই , ফকির লালের ঘুম নাই , ভালা মানুষের ভাত নাই , আদালতে আইন নাই , কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই এই দেশেতে মানুষ নাই , এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই ? স্বাধীনতার দাম নাই , মুক্তিযােদ্ধার মান নাই , দেশ প্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই , এই দেশেতে ঠাই নাই , এই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই । শহিদ জিয়া স্মৃতি স্বরুপ কিছু কথা লিখতে চাই হঠাৎ কইরা কিযে হইল কাগজ আছে কলম নাই পচাত্তরের মীরজাফর বাঙ্গালীরা দলে না ।
নিয়া ঘুরলে মাইরা ধইরা আছে যা সব খা , তাতে আমার কি চাউলের কেজি তিরিশ টাকা দিন মজুরে খাইব কি কৃষক শ্রমিক উপােষ থাকলে স্বাধীনতার মুল্য কি তােমার ভাই আমার ভাই ফাইজলামির আর সীমা নাই সব ভাইরেরই দেখা আছে কুনু ভাইরে বিশ্বাস নাই বন্দুক কি লাভ গুল্লি যদি ফুটে না পুলিশ থাইকা দেশে কি লাভ দাকাত যদি ধরে না লালের যত মাথাব্যথা আর কি দেশে মানুষ নাই ? সালাম রফিক রক্ত দিছে রাষ্ট্র ভাষা বাংলা চাই ওদের স্বপ্ন সফল হওয়ায় আমার কুনু কষ্ট নাই মতিউরের জাহাজ ভাঙছে স্বপ্ন কিন্তু ভাঙে নাই আজকে দেশে মানুষ আছে একটা খালি প্রেমিক নাই
সারা দেশে শান্তি নাই , ফকির লালের ঘুম নাই , ভালা মানুষের ভাত নাই , আদালতে আইন নাই , কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই এই দেশেতে মানুষ নাই , এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই ?
স্বাধীনতার দাম নাই , মুক্তিযােদ্ধার মান নাই , দেশ প্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই ,
এই দেশেতে ঠাই নাই , এই দেশেতে মানুষ থাকলে মুজিব হত্যার বিচার চাই ।
সারা দেশে শান্তি নাই , ফকির লালের ঘুম নাই , ভালা মানুষের ভাত নাই , আদালতে আইন নাই , কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই , এই দেশেতে মানুষ থাকলে